ত্রিপাক্ষিক সংগ্রাম
উত্তর ভারতের প্রাণকেন্দ্র কনৌজের অধিকার নিয়ে যে ত্রিপাক্ষিক সংগ্রাম বা ত্রিশক্তি সংঘর্ষের সূত্রপাত ঘটেছিল তা আদিমধ্য যুগের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। সম্রাট হর্ষবর্ধনের সময় থেকে প্রাচীন মহোদয় বা কান্যকুব্জ বা কনৌজ (বর্তমান উত্তরপ্রদেশের রাজ্যের কনৌজ জেলায় অবস্থিত) ভারতের রাজনৈতিক আধিপত্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। হর্ষবর্ধন কনৌজে তাঁর রাজধানী প্রতিষ্ঠা করেন এবং ভারতীয় রাজনীতির ভারকেন্দ্র মগধ থেকে কনৌজে স্থানান্তরিত হয়। হর্ষবর্ধনের মৃত্যুর পর, উত্তর ভারতে কোনো শক্তিশালী কেন্দ্রীয় শাসন প্রতিষ্ঠিত হয়নি। ফলে বিভিন্ন রাজ্য ও রাজবংশ কনৌজের উপর আধিপত্য বিস্তারের জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়। কনৌজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা মানে ছিল গাঙ্গেয় উপত্যকার উর্বর ভূমিসম্পদ এবং বাণিজ্যিক পথের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। এই সমস্ত কারণেই অষ্টম শতকে কনৌজের উপর আধিপত্য বিস্তারের প্রশ্নে পাল, গুর্জর-প্রতিহার ও রাষ্ট্রকূট রাজ্যগুলি সংঘর্ষে লিপ্ত হয়। এই তিনটি রাজবংশের মধ্যে আধিপত্য প্রতিষ্ঠার যে লড়াই ও প্রতিদ্বন্দ্বিতা অষ্টম শতাব্দীর শেষদিকে শুরু হয়েছিল তা ত্রিশক্তি সংঘর্ষ (Tripartite...